× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের চাপায় নিহত ১

আরিফুল রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি।

০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২ পিএম । আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩ পিএম

ছবিঃ আরিফুল রহমান অরি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা- আরিচা মহাসড়কের মধ্য গোলড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামের এক জন নিহত হয়েছেন। নিহত রফিক শেখ (৪৪) মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ এলাকার মৃত্যু শেখ ক্ষুদির ছেলে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া তারাসীমা অ্যাপারেলস গার্মেন্টস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের সাথে কথা বলে জনা যায়, ওভারটেকিং করতে গিয়ে ট্রাক ও যাত্রীবাহী সেলফি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জনের মত আহত হয়েছেন। আরিচাগামী ট্রাক ও সেলফি বাস দ্রুত গতিতে ওভারটেকিং করতে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম চন্দ্রদাস জানান, সকালে ঢাকাগামী সেলফি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ও আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেলফি পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামে একজন ট্রাক লেবার নিহত হন। এ সময় ট্রাকের চালক মোঃ মুন্নাফ খান ও বাসের চালক মোঃ নূর হোসেন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনা জড়িত বর্নিত বাস ও ট্রাকটি থানা হেফাজতে আছে এবং এর বিরুদ্ধে  অতি তাড়াতাড়ি আইনি কঠোর ব্যবস্থা নিব বলে তিনি জানান।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.