'মানুষ মানুষের জন্য'- এই শ্লোগানে বন্যার্তদের সাহায্যে ২ দিনের বেতন দিলো কেএম গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা। গত শনিবার বিকালে কুমিল্লা লাকসাম উপজেলায় পানিবন্ধি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ৬শত পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেন কে এম গ্রুপের সিইও কাজী ফাহাদ।
এসময় কাজী ফাহাদ মোস্তফা বলেন , আমরা যারা বিদেশে ব্যবসা করি প্রতিনিয়তই দেশের প্রতি আমাদের আলাদা দৃষ্টি থাকে দেশের মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে ইচ্ছে করে। কেএম গ্রুপের অধীনে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ২ দিনের বেতন বন্যার্তদের মাঝে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএম গ্রুপের ৩ দেশে প্রায় শতাধিকের মত কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। এ সময় ছাত্র-শিক্ষক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।