ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে দুর্নীতিমুক্ত ন্যায় বিচার আদর্শিক মানবিক সুশাসন ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই বলেন মুফতী ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই। ছাত্র-জনতার বিপ্লবের বিএনপির লোকেরা নিরীহ মানুষদের ওপর মিথ্যা মামলা দিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে তা কোনভাবেই তৌহিদ জনতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাস স্ট্যান্ডে সোনারগাঁ উপজেলা শাখার আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী দলগুলো ছাড়া বিকল্প আর নেই, এক স্বৈরাচার সরকার পতন হয়েছে আর একজন প্রস্তুতি নিচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ৫ আগস্ট চতুর্থবারের মতো দেশ স্বাধীনের পর যারা লুটপাট ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি করেছে তারাই ক্ষমতার জন্য উঠেপড়ে লেগেছে। বিগত সরকার যেভাবে গণহারে মামলা দিয়ে সাধারণ জনগণ ওলামায়ে কেরামদের হয়রানি করেছিল ঠিক তেমনিভাবে বিএনপি নিরীহ মানুষদের ওপর মিথ্যা মামলা দিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করা হবে।’
জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানান আইএবির এই সিনিয়র নেতা।
দলটির সোনারগাঁ থানা সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী ইমদাদুল হাসেমী, জেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ যুবায়ের হোসাইন, জেলার ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আশরাফ আলী এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।