× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় পিকআপ উল্টে নিহত ১

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৭ পিএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৯ পিএম

ছবিঃ রেদওয়ান আহমদ

মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে আব্দুল  মানিক (৬৫)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাতটার  দিকে পৌরসভার গাজিটেকা বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিকের বাড়ি উপজেলার তালিমপুর গ্রামে। তিনি পৌরশহরের হাজীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মানিক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ বোঝাই একটি পিকআপ উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.