× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার জব্দ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭ পিএম

ছবিঃ এইচ এম নাসির উদ্দিন

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৩টি পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকা, সুগন্ধা-বিষখালী-গাবখান মোহনা এবং বিষখালী নদী থেকে এসব ড্রেজার জব্দ করা হয়। সিনিয়র সহকারী কমিশনার ও এনডিসি শ্যামানন্দ কুন্ডু এর নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এনডিসি শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.