× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় পোশাক কারখানার শতাধিক নারীশ্রমিক অসুস্থ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯ পিএম

ছবিঃ সাজ্জাদুল আলম খান

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজে যোগদান করার পর হাঠাৎ প্রায় শতাধিক নারীশ্রমিক অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত এল এস্কোয়্যার লিমিটেড নামে গার্মেন্টস কারখানায়। পরে কারখানার অন্য শ্রমিকরা অসুস্থদের উদ্ধার করে স্থানীয় পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার ও ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল, অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এল এস্কোয়্যার লিমিটেড নামে পোষাক কারখানায় তিনটি সেকশনে তিন সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক কর্মরত আছেন। প্রতদিনকার মতো তারা বৃহস্পতিবার সকালে কারখানার পাঁচতলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন।

কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন এবং একে এক প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের মাঝে শ্বাসকষ্ট, ভমি ও খিচুনীসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খোঁজ পেয়ে কারখানার বিভিন্ন স্টাফ ও পুরুষ শ্রমিকরা প্রথমে স্থানীয় পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রোগীদের নিয়ে ভর্তি করেন। কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরে অন্য রোগীদের ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসারত একাধিক রোগী জানান, প্রতিদিনের মতো পাঁচতলায় তারা কাজে যোগদান করতে যান। পরে কারখানার ভেতরেই পানি পান করার কিছুক্ষণ পরই তাতের শ্বাসকষ্ট ও ভমি সহ বিভিন্ন সমস্য দেখা দেয়। এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে পরেন।

কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ জানান, কি কারণে এতো নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো ভয় থেকে তারা অসুস্থ হয়ে যেতে পারেন।

ভালুকা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাছলিমা আক্তার জানান, পানি খাওয়ার পর, পানিতে থাকা কোনো জীবানু বা পেটে গ্যাস হয়ে এমনটা হতে পারে। তবে, এর কারণ জানার জন্য বিষয়টি নিয়ে তারা অধিকতর পর্যালোচনা করছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.