× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ মদের বোতল উদ্ধার

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩১ পিএম

ছবিঃ মাহমুদ খান

সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩০টি রামদা, ১০টি ছোট ছুরি, দেড়শতাধিক লোহার পাইপ। এছাড়াও ১৬টি হেলমেট উদ্ধার করা হয়েছে। এসময় ৯০টি মদের খালি বোতলও উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার বিকেল ৩টার থেকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ হল, শাহ এ এম এস কিবরিয়া হলে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.