ফেনী জেলায় ভয়াবহ বন্যায় অসহায় বন্যার্তদের উদ্ধার,আশ্রয়ণ,ত্রাণ বিতরণসহ বন্যা পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে দাগনভূঞা পৌর বিএনপির উদ্যোগে এবং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় জিরো পয়েন্টে ত্রাণ তহবিল সেন্টার গঠন কার্যক্রম ও বন্যা পরবর্তী পরিস্থিতিতে করণীয় বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮ টার সময় দাগনভূঞার একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন,জেলা ছাত্রদলের সহ-সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক ও দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সেলিম,সাবেক কাউন্সিলর আবুল কাশেম,
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নজরুল ইসলাম লাভলু,সাবেক কাউন্সিলর গিয়াস,হানিফ মামুন,পারজেল প্রমুখ।
কাজী জামশেদুর রহমান ফটিক জানান,আমি প্রায় ১৭ লক্ষ টাকার মত সহায়তা করেছি,এর মধ্যে ৭ লক্ষ ৮২ হাজার পঁচাত্তর টাকা আয় ও ৭ লক্ষ ৫০ হাজার সাতশত টাকা খরচ হয় যেখানে অবশিষ্ট আছে ৩১ হাজার ৩৭৫ টাকা।