× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আক্কেলপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩ পিএম

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস  চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। গত রোববার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশনের উত্তর দিকের ২৯২/১-২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরণে লাল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। তবে তাঁকে কেউ ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন নাকি অসাবধানতাবশত দূর্ঘটনা তা রেলওয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি।

তিলকপুর রেলস্টেশন ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন অতিক্রম করে। এরপর স্থানীয় লোকজন রেলস্টেশনের ২৯২/১-২ নং পিলারের কাছে রেললাইন পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁরা সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন। 

তিলকপুর রেলগেটের গেটম্যান স্বপন বলেন, ট্রেন যাওয়ার পর  রেললাইনে পাশে ৩৫ বছর বয়সী একব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে লোকজন আমাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে নিহত ওই ব্যক্তির মাথা ও বুকে জখম দেখেছি। তাঁর পরণে লাল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।

 সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে পড়ে একব্যক্তি মারা গেছেন। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। এটি অসাবধানতাবশত দূর্ঘটনা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.