× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯ পিএম

ছবিঃ পুলক রায়

ঢাকা মহাসড়কের নবীনগর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর  ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় আহত ১৭ জনের কারোরই পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে শহরের নবীনগর আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে বিকট শব্দে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহতদের গাড়ি থেকে বের করে প্রথমে সবাইকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কারও মৃত্যু হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.