লক্ষ্মীপুর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। লক্ষ্মীপুর জেলায় জামায়াত ইসলামীর পথসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার পৌর শহরের বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন জামায়াত ইসলামী।
লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদাক ড. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারী নূরনবী ফারুক, জয়েন্ট সেক্রেটারী মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ।
জামায়াত ইসলামীর পথসভা ও ত্রাণ বিতরণ কালে বক্তারা বলেন, জামায়াত ব্যাংক প্রতিষ্ঠা করে আর আওয়ামী লীগ তা ডাকাতি করে। তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। তাদের সস্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা হবে।