রংপুরের বদরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে জমিতে থাকায় ১৪৫ টি আমের চারা গাছে বিষাক্ত কীটনাশক দিয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ বাউচন্ডী ডাঙ্গাপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ বাউচন্ডী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মোসলিম উদ্দিন তফসিল ভুক্ত রেকর্ডিও ১৫ শতক জমিতে ১৪৫ টি আমের চারা রোপণ করেন। আমের চারা রোপনের পর থেকে প্রতিবেশী নরেশ চন্দ্র, মনোরঞ্জন চন্দ্র, মিলন বাবু, তাদের জমি বলে দাবি করেন। পরে রাতের আঁধারে প্রতিবেশীরা লাঠি, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা ১৪৫ টি আমের চারা গাছে বিষাক্ত কীটনাশক দিয়ে পালিয়ে যায়। তিনদিন পরে দেখা যায় গাছগুলোর মোড়ে গিয়েছে।
এ বিষয়ে মোসলিম উদ্দিন বলেন, দুই মাস আগে আমার জমিতে ১৪৫ টি আমের চারা লাগিয়েছি। গাছ গুলো ভালোই হয়েছিল। গাছগুলোতে প্রায় ৭৫ হাজার টাকা খরচ করেছি। (৫ সেপ্টেম্বর) রাত দশটার দিকে হঠাৎ করে রাতের আঁধারে জমিতে প্রবেশ করে গাছগুলোতে বিষাক্ত কীটনাশক দিয়ে আমের চারা গুলো নষ্ট করে দিয়েছে। স্থানীয়রা বুঝতে পেরে ট্রান্সলাইট মারার সাথে সাথেই তারা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বলেন, আমের চারা গুলো লাগার পর ভালোই হয়েছিল হঠাৎ করে জানতে পারি রাতের আঁধারে কে বা তাহারা আমের চারা বাগানে ঢুকে পড়ছে। আমরা গ্রামবাসী লাইট নিয়ে বাগানের দিকে গেলে বেশ কয়েকজন পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান, আমের চারা মারার অভিযোগ একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।