× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রাম

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।

১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬ পিএম । আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯ পিএম

ছবিঃ সাইফুর রহমান শামীম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নদী বিচ্ছিন্ন নারায়ণপুর  ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) এবং আতিক হোসেন (৭)। নিখোঁজ চার শিশু স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

এর মধ্যে আখি ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী।

জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজখবর করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের  ডুবরী দল আসার কথা রয়েছে।

নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ৯নং ওয়ার্ডের অস্টাশির চর এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে  চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। নিখোঁজ শিশুদের উদ্ধারের জন্য স্হানীয়রা নানা ভাবে খুঁজছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কাউকেও উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম আপাতত বন্ধ।  আগামীকাল ভোর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ চার শিশুর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.