গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাওতাল পল্লীর বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা সড়কের দক্ষিণ চংগুরা আদিবাসী সাওতাল পাড়ায় জনি মুর্মুর বাঁশঝাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় তারা। পরে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মতিউর রহমান জানান, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নেভি ব্লু গেঞ্জি, গলায় গামছা ও পরনে জিন্সের প্যান্ট রয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে তবে নিহতের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।