× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞা, ফেনী

নদীতে বিলীন বসতঘর; আতঙ্কে ১৫ পরিবার

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা প্রতিনিধি।

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২ পিএম

ছবিঃ ইমাম হোসেন খাঁন

ফেনীর দাগনভূঞায় মাত্র ৩ শতক জায়গায় কোনমতে পরিবারের সদস্যদের নিয়ে থাকছিলেন উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুরের বাসিন্দা বিবি জোহরা। কান্নাজড়িত কন্ঠে নিজের ঘর হারানোর বর্ণনা দিচ্ছিলেন তিনি। তিনি বলেন, ভাঙন যখন বেশি হয়ে যায় আমি আমার পুরো ঘর উঠিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখি। এখন এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাবো কোথায় থাকবো? ব্রীজটি নির্মানের সময় যখন লোক এসেছিলো আমি তাদের বলেছিলাম কিন্তু তারা কেউ আমার কথা শুনেনি।

দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর ও মোমারিজপুর এর সংযোগ এর জন্য দীর্ঘ সময় পর কাঠের ব্রীজ সরিয়ে ব্রীজ করা হচ্ছে। আর এ সময় কাজের জন্য ফাইলিং ও মাটি কাটায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আশ্রাফপুর অংশ মোমারিজপুর অংশেও ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক বন্যায় নদী দিয়ে পানি নামায় নদীর পাশের ২টি ঘর ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে আরো প্রায় ১৫টি ঘরের বাসিন্দারা ঝুঁকিতে রয়েছে। তবে কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দিবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একই গ্রামের আবুল হোসেন বলেন, ব্রীজ করার পর পূর্ব ও পশ্চিম পাশেই ঘরবাড়ি ভাঙছে। এর আগে আমরা কখনো ভাঙন দেখিনি এই ব্রীজের কাজের পর থেকেই ভাঙন শুরু হয়েছে। কাজ শুরুর আগেই আমরা বলেছিলাম বিষয়গুলো কিন্তু আমাদের কথা শুনেনি।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য হারিছ আহাম্ম পেয়ার বলেন, এ ব্রীজটি করার সময়ই আমরা বলেছিলাম আরো দক্ষিণ দিকে করার জন্য কিন্তু তারা ওই পাশের একপক্ষের বাধার প্রেক্ষিতে  উত্তর দিকে করেছে যার জন্য এ ক্ষতির সম্মুখীন আমরা। এটি নিয়ে যদি দ্রুত কোন পদক্ষেপ প্রশাসন গ্রহণ না করে তাহলে আরো বড় বিপদে পড়তে হবে।

দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা জানান, এ বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.