× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীনগরে মাদকমুক্ত সমাজ করতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ ফয়সাল হোসেন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২ পিএম

ছবিঃ মোঃ ফয়সাল হোসেন

"মাদকমুক্ত সমাজ চাই মাদকের কোনো ঠাই নাই। "মাদকের হিংস্রো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাই এগিয়ে আসুন" এই স্লোগান কে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ডে এলাকাবাসীর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত (১৪ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার সাতগাও বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরতারা  ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বীরতারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আলম মামুন। আরো উপস্থিত ছিলেন, একতা সংঘের সভাপতি মিঠু খান, হানিফ খান রোমান সহ বীরতারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.