মাদারীপুরে ২ দিনের টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকেই।
আবহাওয়া অফিস সূত্র জানায়, গত দুইদিন ধরে মুশলধারায় বৃষ্টিপাত হয় মাদারীপুর জেলাজুড়ে। গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুইদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রোববার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৪.০৮ ডিগ্রি সেলিসিয়াস রয়েছে। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি তেমন।
সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের ফুড অফিসের মোড়, নিরাময় হাসপাতাল রোড, কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, বাতামতলা রোড, শহীদ মানিক সড়ক, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরী রোড, তরমুগরিয়াসহ বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি নামতে দীর্ঘসময় লাগবে বলে ধারণা স্থানীয়দের। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ভোগান্তিতে বাসিন্দারা।
মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ১৬৬ মিলিমিটার ও তার আগের ২৪ ঘন্টায় ৪৮ মিলিমিটারসহ দুইদিনে মোট ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার রাতের পর জেলার আবহাওয়ার পরিবর্তণ হবে বলে আশা করা হচ্ছে। পরে আস্তে আস্তে স্বাভাবিক হবে সবকিছু।
কলেজ রোড এলাকার সরকারি চাকুরীজীবী সীমা খানম জানান, বিদ্যুৎ নাই, মোবাইল চার্জ দিতে পারছি না। ফ্রিজে মাছ মাংস পচে যাচ্ছে। বৃষ্টির কারণে অফিসে যেতে সমস্যা হচ্ছে।