× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠিকাদার আত্মগোপনে; স্বেচ্ছা শ্রমে ব্রীজ নির্মাণ স্থানীয়দের 

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামে একটি গার্ডার ব্রীজের কাজ দীর্ঘ দিন ধরে ফেলে রেখেছিল ঠিকাদার সাথে খলে বাঁধ দিয়ে ভোগান্তি সৃষ্টি করেছিল। দুর্ভোগ লাঘবের জন্য সোমবার সকালে ঠিকাদারের রাখা মালামাল দিয়েই স্থানীয় শতাধিক জনতা ব্রীজের নির্মান কাজ শুরু করে।

খবর পেয়ে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয়দের নিয়মমত কাজ করার পরামর্শ দেন। এবং কাজের মান সন্তোষ জনক রয়েছে বলে জানান।

একজন এইজিইডির এসওকে কাজ তদারকি করার নির্দেশ প্রদান করেন। জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি  গ্রামের মানপাশা খালের উপরে চলাচলের জন্য ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত ডেকছ স্লাব ব্রীজের কাজ পায় ইসলাম ব্রাদার্স। দীর্ঘ দিন ধরে এই কাজটি ফেলে রাখে সাথে খালে একটি বাঁধ দেয়। এতে স্থানীয়দের চলাচলে মারত্মক ভোগান্তির সৃষ্টি হয়। পাশাপাশি খালে বাঁধ দেওয়া প্রায় একশত একর জমি অনাবাদি ছিল।

গত ০৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে  ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সের মালিক জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মু. মুনিরুল ইসলাম তালুকদার আত্মগোপনে রয়েছেন। তাই স্থানীয়রা তাদের দুর্ভোগ লাঘবের জন্য স্বেচ্ছা শ্রমে এই ব্রীজের নির্মাণে কাজ করছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.