× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁ

বিদ্যালয়ের সীমানায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শাকিল আহমেদ, নওগাঁ প্রতিনিধি। 

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯ পিএম

ছবিঃ শাকিল আহমেদ

নওগাঁর শিকারপুরে বিদ্যালয়ের সীমানায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার শিকারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।

স্থানীয় কাদির প্রামাণিকের সভাপতিত্বে মানববন্ধনে আব্দুল মালেক, রকিব প্রামাণিক, বাবু দেওয়ান, শাকিল প্রামাণিক, ফিরোজসহ ১৫-২০ জন এলাকাবাসী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার দাপটে শিকারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সীমানায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন আওয়ামী লীগের কর্মী হেলাল। ওই মুহুর্তে একাধিকবার বাঁধা দিলেও প্রধান শিক্ষক শরিয়ত উল্লাহকে ম্যানেজ করে কাজ চালিয়ে যায়। অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের মদদপুস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবী জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিকারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিয়ত উল্লাহ বলেন, পাশ্ববর্তী সীমানায় স্থাপনা নির্মাণের আগে আমাদের জানানো হয়নি। পরে স্থানীয়দের আপত্তির প্রেক্ষিতে কাজটি বন্ধ করে দেয়া হয়। এখন নতুন করে মাপজোখ করে বেদখল জমি উদ্ধার করা হবে।
তিনি বলেন, বাচ্চাদের টেবিল-বেঞ্চ মুছে নেওয়ার অভিযোগটি সঠিক নয়। আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করিনি। শিক্ষার্থীদের কিছুদিন আগে যেসব সমস্যা ছিলো, সবকিছুর সমাধান করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.