সিলেটে দুই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টায় দিকে কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়ের চালান জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটেলিয়ন (১৯ বিজিবি)। এসব ভারতীয় কাপড়ের মূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার বিকালে ১৯ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়সহ বিভিন্ন প্রকার মূল্যবান কাপড়। এসবের মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজার এলাকায় একটি বালি ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় কাপড়ের বিশাল চালান জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাপড়গুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। সীমান্তের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।