× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশব্যাপী ওলি আউলিয়ার মাজার ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধি।

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩ পিএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩ পিএম

ছবিঃ আরিফুর রহমান অরি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে  দেশব্যাপী ওলি আউলিয়ার মাজার ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়। আজ মঙ্গলবার বেলা ১২টায় বৃহত্তর ঝিটকা একালাকার বিভিন্ন দরবারে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে এক বিশাল মিছিল নিয়ে ভক্তবৃন্দ ঝিটকা বাজার প্রদক্ষিণ করেন। 

ঝিটকা শরীফ সর্বজনীন সূফী কল্যান পরিষদের ব্যানারে বিভিন্ন দরবারের পীর, মাশায়েক, খাদেম ও আশে কান বৃন্দ সমাবেশে জড়োহন। 

প্রতিবাদ সভায় বক্তারা সম্প্রতি মাজারের ওপর আঘাত কে যেকোনো মূল্যে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দেশব্যাপী মাজার ভাঙ্গার বিরুদ্ধে তীব্র নিন্দা না ও ক্ষোভ  প্রকাশ করেছে করেন। ভবিষ্যতে ঝিটকা শরীফের সকল মাজারের উপর যেকোনো আঘাতকে সবাই সোচ্চার থাকার জন্য আহ্বান জানান হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ঝিটকা শরীফের হযরত খাজা দাউদ আল চিশতী, হিমেল আর চিশতী,এইচ,এম রইচউদ্দিন,হযরত খাজা ডাঃ মোঃ আশিকুজ্জামান স্বপন, হযরত খাজা মেহেদী হাসান টুটুল, মাওলানা আফজাল হোসেন জিহাদি সহ পীর মাশায়েক গন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.