× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৩ পিএম । আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৪ পিএম

ছবিঃ শাহিন আলম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ডের মেহেরপুর গ্রামের নিমইল মৌজায় একটি গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গত ১২ সেপ্টেম্বর বিএমডিএর নির্বাহী প্রকৌশলী বরাবর করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত  শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের নাসিরউদ্দীন ওই এলাকায় একটি সেমি ডিপ স্থাপন করে কৃষকদের সেচের পানি সরবরাহ করে আসছে। তার স্কিমের আওতায় প্রায় ৫০ বিঘা জমি সেচ কাজে ব্যবহার হয়।কিন্তু হঠাৎ করে ওই স্কিমের আওতায় ২০০ ফিট দুরে বিএমডিএ গোমস্তাপুর জোন সুমন নামে একজন কৃষককে সেচ কাজের জন্য গভীর নলকূপটি পুন:স্থাপনের অনুমতি দিয়েছে।ইতিমধ্যে ওই এলাকায় বিএমডিএ ঠিকাদার নিয়োগ করে গভীর নলকূপ স্থাপনের কাজ প্রায় সম্পন্ন করেছে।

বিষয়টি জানতে পেরে  নাসির উদ্দীন গত বৃহস্পতিবার  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ( বিএমডিএ)  চাঁপাইনবাবগঞ্জ রিজিওনের নির্বাহী প্রকৌশলী  বরাবর লিখিত অভিযোগ প্রদান করে। এবিষয়ে বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আহসান হাবীব জানান,ওই এলাকায় অবস্থিত  গভীর নলকূপটি পানির স্তর নিচে নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায়।কৃষকদের আবেদনের প্রেক্ষিতে সেটি পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।যার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।এতদিন পর সেমি ডিপের দুইজন অপারেটর উর্ধতন কর্মকর্তাকে এ বিষয়ে লিখিত অভিযোগ করায় এর কার্যকারিতা এখন স্থগিত করা হয়েছে।

এছাড়া,উপজেলা সেচ কমিটির সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.