× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চিকলী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪ পিএম

ছবিঃ মোস্তাফিজুর রহমান

রংপুরের বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়নবাসী দীর্ঘ দিনের স্বপ্ন ভাংরী ঘাটে একটি সেতু নির্মানের দাবি।এ দাবি বাস্তবায়নের জন্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকতা ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। পরে স্থানীয় শহীদ মিনারে পথ সভায় অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরও অতিগুরুত্বপূর্ণ এ ব্রীজটি নির্মান না হওযায় প্রতিনিয়ত নদী পারাপারে চরম দূর্ভোগ ও দূর্ঘটনার শিকার হচ্ছে এখানকার বাসিন্ধারা।

সমাবেশে বক্তারা আরো বলেন, পৌর শহর থেকে চিকলী নদী পারাপার হয়ে দামোদরপুর ইউনিয়ন ,চিলাপাক, তারাগঞ্জ‌ ও রংপুর যাতায়াতে জন্য একটি সহজ রাস্তা। নদীতে ব্রিজ নির্মাণ হলে রংপুর যেতে প্রায় ১৫ কিলোমিটার কম হবে তাই চিকলী নদীর উপর ব্রীজ নির্মানে মানববন্ধনে অংশগ্রহনকারী স্থানীয়রা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.