রংপুরের বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়নবাসী দীর্ঘ দিনের স্বপ্ন ভাংরী ঘাটে একটি সেতু নির্মানের দাবি।এ দাবি বাস্তবায়নের জন্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকতা ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। পরে স্থানীয় শহীদ মিনারে পথ সভায় অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরও অতিগুরুত্বপূর্ণ এ ব্রীজটি নির্মান না হওযায় প্রতিনিয়ত নদী পারাপারে চরম দূর্ভোগ ও দূর্ঘটনার শিকার হচ্ছে এখানকার বাসিন্ধারা।
সমাবেশে বক্তারা আরো বলেন, পৌর শহর থেকে চিকলী নদী পারাপার হয়ে দামোদরপুর ইউনিয়ন ,চিলাপাক, তারাগঞ্জ ও রংপুর যাতায়াতে জন্য একটি সহজ রাস্তা। নদীতে ব্রিজ নির্মাণ হলে রংপুর যেতে প্রায় ১৫ কিলোমিটার কম হবে তাই চিকলী নদীর উপর ব্রীজ নির্মানে মানববন্ধনে অংশগ্রহনকারী স্থানীয়রা।