× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজিবি'র অভিযানে অর্ধকোটি টাকার চিনি জব্দ

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৬ পিএম

ছবিঃ মাহমুদ খান

বালুভর্তি ট্রাকের ভেতর থেকে ভারত থেকে অবৈধ পথে আসা অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি)। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শাহপরান থানাধীন সুরমা বাইপাস সড়ক থেকে এ ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাক তল্লাশি করে এসব ভারতীয় চিনি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনে জৈন্তাপুর বিওপির বিশেষ টহল দল সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর একটার দিকে সন্দেহজনক একটি বালু ভর্তি ট্রাককে থামানোর নির্দেশ দিলে তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে, বিজিবি টহল দল ট্রাকটিকে ধাওয়া করে এবং ব্যাটালিয়ন সদর হতে আরেকটি টহল টিমের সহায়তায় আড়াইটার দিকে সুরমা-বাইপাস সড়ক থেকে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরে বালু ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে বালির স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি পাওয়া যায়।

তবে বিজিবি টহল দলের টের পেয়ে ট্রাক রেখে চোরাকারবারি পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত এই চালানের মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। আটককৃত চিনি শুল্ক অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.