কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকার শাহ আলী প্রকাশ শাহ আলী মেম্বারের ঘর থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ এক ইউপি সদস্য আটক করেছে থানা পুলিশ।
গতকাল (১৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই ইহসানুল হাসান নেতৃত্বে শাহ আলী মেম্বারের ঘরে ভিতরে তল্লাশি চালিয়ে তার শোয়ার কক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান অবস্থায় তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের সেলিম মুন্সি ওরফে সেলিম মিয়ার ছেলে শাহ আলী ওরফে শাহ আলী মেম্বার (৩৫)। এই ঘটনায় এসআই ইহসানুল হাসান বাদী হয়ে শাহ আলীর বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের করেন মামলার নং-০৬।
এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ উল ইসলাম ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ছয়ফুল্লাকান্দির শাহ আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য মো. শাহ আলীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।