× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ৪৮ দিন পর মৃত্যু বরন নয়ন'র

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১২ পিএম

ছবিঃ মিজানুর রহমান মিজান

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হওয়ার প্রায় দেড় মাস পর গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নয়ন মিয়া। ২৬ বছর বয়সী নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের পুত্র।

গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন সে। ওইদিন তাঁকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয়নের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথম নামাজে জানাজা ও পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আজ সকাল দশটায় নিজ গ্রাম দক্ষিণ গোবধায় তৃতীয় নামাজে জানাজা শেষে নিহতের মরদেহ দাফনের কথা রয়েছে। নয়ন মিয়া রাজধানীর কাঁঠাল বাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.