× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২২ পিএম

ছবিঃ নাসির উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক (এফএইচ) মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জলসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় ঝালকাঠি সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে। স্বৈরাচারের পতনের ফলে বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই বৈষম্যহীন সমাজে নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা তোফাজ্জল, স্বর্ণা, ফেলানী, বিশ্বজিতসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী ইয়াসিন ফেরদৌস ইফতি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.