সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলাম সিপারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (২৩ সেপ্টেম্বর) তারিখ বিকেল সাড়ে ৩টায় কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯।
গ্রেফতার নজরুল ইসলাম সিপার (৪৪) সিলেট শাহপরাণ থানাধীন সুবিদবাজার এলাকার বাসিন্দা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা।
র্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাব ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর একটি অভিযানিক দল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার পলাতক আসামি সেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ইসলাম সিপারকে গ্রেপ্তার করা হপ্য। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতার অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, নজরুল ইসলামকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।