কিশোরগঞ্জে চাঁদাবাজি, ইফটিজিং, কিশোর গ্যাং সহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন কিশোরগঞ্জের নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময় কালে তিনি বলেন, চাঁদাবাজি, ইফটিজিং, কিশোর গ্যাং, সড়কে যানজট, অবৈধভাবে ফুটপাত দখল এবং যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। পুলিশ সাধারণ জনগণের পক্ষে কাজ করবে। কোন মানুষ যাহাতে অযথা হয়রানির স্বীকার না হয় সেদিকেও কাজ করছে পুলিশ।
প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার হাছান মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার অপরাথ মো: আল-আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) মো: মোস্তাক সরকারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।