× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারি নিয়ম না মেনে প্রাঃ বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

মোঃ মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৫ পিএম

ছবিঃ মোস্তাফিজুর রহমান

সরকারি নিয়ম তোয়াক্কা না মেনেই প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা মোছা.নাহিদ সুলতানার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বুড়াদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রধান শিক্ষিকা সরকার পতনের পরে বিদ্যালয়ের একটি কাঁঠাল গাছ স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। বিদ্যালয়ের গাছ বিক্রি সংক্রান্ত কোন তথ্যই জানেন না ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে বিদ্যালয় ও আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয় বন্ধের সুযোগে প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের সামনে থাকা একটি কাঁঠাল গাছ বিক্রি করে দেন। গাছের ডুম গুলো বিদ্যালয়ের পাশে কাঠ ব্যবসায়ীর বাড়ির সামনেই রাস্তার পাশে রাখা রয়েছে। এছাড়াও এলাকাবাসীরা আরো বলেন, পূর্বেও এই বিদ্যালয়ে অনেক গাছ বিক্রি হয়েছে। কয়েকদিন আগে বিদ্যালয়ের সামনে থাকা ঝেনছাই বড় গাছ রয়েছে সেই গাছের ডালগুলো বিক্রি করে দেওয়া হয়েছিল। পরে এলাকাবাসীরা বাধা দিলে ব্যবসায়ীদের টাকা ফেরত দিয়েছেন প্রধান শিক্ষিকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নাহিদ সুলতানার সঙ্গে কথা বললে তিনি জানান, কাঁঠাল গাছটি বিদ্যালয়ের ভবনে হেলে পড়েছিল। যেকোনো সময় ভেঙ্গে পড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়ে এসেছিল তাদেরকে বলে কাঁঠাল গাছটি কাটা হয়েছে।

উপজেলা বন বিট কর্মকর্তা মোরশেদ আলম বলেন, সরকারি গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়ের কাছে আবেদন করে, বন বিভাগ থেকে অনুমোদন নিতে হয়। বুড়া দরগা প্রাথমিক বিদ্যালয় থেকে গাছ কাটার কোন অনুমোদন নেয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.রফিক-উজ-জামান বলেন, বুড়াদরগা প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমাদেরকে জানানো হয়নি, আমরা কিছুই জানি না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানুম বলেন, আমি সদ্য যোগদান করেছি। আমি এ বিষয়ে অবগত নই। গাছ কাটার জন্য অনুমতি বিহীন কাটা হয়ে থাকলে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.