নাশকতার মামলায় পলাতক আসামি সিলেট মহানগর যুবলীগের নেতা মো. রেদওয়ান আহমদ বাপ্পিকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে র্যাব ৯ এর একটি অভিযানিক দল কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার রেদওয়ান আহমদ বাপ্পি সিলেট মহানগর যুবলীগের নেতা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার মামলার অভিযোগ রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার মামলার অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।