× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিটি দুর্গামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে- চাঁদপুর জেলা প্রশাসক

মো: তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, চাঁদপুর জেলার ২২০টি দুর্গাপূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। নির্ভয়ে আপনাদের পূজা পার্বন উদ্যাপন করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরার ব্যবস্থা, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

পাশাপাশি থাকবে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি সাদা পোশাকেও আইনÑশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, গুজবে কান দিবেন না। আপনারা সবাই সজাগ থাকবেন। মনের আনন্দে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করবেন। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্ততিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সেনাবাহিনীর মেজর আরিফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ নেতৃবৃন্দ। এছাড়া প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.