চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, চাঁদপুর জেলার ২২০টি দুর্গাপূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে। নির্ভয়ে আপনাদের পূজা পার্বন উদ্যাপন করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরার ব্যবস্থা, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
পাশাপাশি থাকবে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি সাদা পোশাকেও আইনÑশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, গুজবে কান দিবেন না। আপনারা সবাই সজাগ থাকবেন। মনের আনন্দে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করবেন। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্ততিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সেনাবাহিনীর মেজর আরিফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ নেতৃবৃন্দ। এছাড়া প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।