হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যকরি সংসদ গঠন করা হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাধারণ সর্বসম্মতিক্রমে যুগান্তর প্রতিনিধি মো: হাতেম আলীকে সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মোহাম্মদ আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল আউয়াল (আজকের ময়মনসিংহ), দুলাল রায় (ঢাকার ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হক লিটন (বিজয় টিভি), মনিরুজ্জামান মনির (মুক্ত খবর), সাংগঠনিক সম্পাদক শাহাদত আলী (দৈনিক দিগন্ত বাংলা), দপ্তর সম্পাদ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী (সংবাদ সারাবেলা), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলিমুল ইসলাম (খবরপত্র), সদস্য বাবুল হোসেন (ভোরের কাগজ), সাইফুল ইসলাম (ভোরের সময়), শুভাশীষ সরকার শুভ (ব্রক্ষপুত্র এক্সপ্রেস) আনসারুল হক রাসেল (নয়া দিগন্ত), রফিকুল্লাহ চৌধুরী মানিক (সমকাল),নাঈম আহমেদ (জনকন্ঠ),জাকিরুল ইসলাম (আজকের পত্রিকা) ।