কুমিল্লার তিতাসে পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলা জিয়ারকান্দি গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে তানভীর খান (১৯)।
গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা জিয়ারকান্দি গ্রামের পুর্বপাড়া একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে পচাঁ গন্ধ পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।থানা পুলিশ সুত্রে জানা যায়, ময়না তদন্তে প্রেরণের জন্য লাশ থানায় নিয়ে আসা হলে, নিহতের পিতা মো. আব্দুল্লাহ খান ও মাতা সালমা আক্তার'সহ স্বজনরা থানায় এসে মৃত ব্যক্তির পরিহিত জিন্সের প্যান্ট, বেল্ট ও জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে থাকা ঘড়ি দেখে শনাক্ত করেন যে, মৃত দেহটি তাদের ছেলে মো. তানভির খানের। এলাকাবাসী সুত্রে জানাযায়, তানভির জেল থেকে বের হয়ে এসে বাবার বাড়িতে না উঠে চাচার বাড়িতে উঠেন এবং সেখান থেকে ৫দিন পর নিখোঁজ হয়।
এ বিষয়টি তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।