× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খলিসাডাঙ্গা ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

মোঃ সৈকত হোসেন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮ পিএম

ছবিঃ মোঃ সৈকত হোসেন।

বড়াইগ্রামের ৪ নং নগর ইউনিয়নের  খলিসাডাঙ্গা ডিগ্রি কলেজ এর  অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা । এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে,বিপাকে পড়েছে সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার ২৬ শে সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় খলিসাডাঙ্গা ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থী জড়ো হন। এসময় শিক্ষার্থীরা  অধ্যক্ষ ফরিদুজ্জামানের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

ধানাইদহ খলিসাডাঙ্গা ডিগ্রি কলেজের সামনে পাবনা মহাসড়ক অপরাধ করে ছাত্র ছাত্রীরা  আন্দোলন করেন। সময় কয়েক কিলোমিটার জুড়ে  দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন এক দফা এক দাবি  অধ্যক্ষের পদত্যাগ। তিনি দুর্নীতিবাজ, নিয়োগ বাণিজ্য, কলেজের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।  পদত্যাগ করতে হবে না হলে আমাদের আন্দোলন চলমান  থাকবে।ওরে

এ সময় উপস্থিত হন  বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জামাতুল ফেরদৌস ও সহকারি কমিশনার( ভূমি) মোঃ আশরাফুল ইসলাম  এবং বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও  তদন্ত কেন্দ্রের পরিদর্শক সরল মুরমু, সকল প্রশাসনিক কর্মকর্তা একযোগে ছুটে যান 

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস  ধানাইদহ খলিসাডাঙ্গা সকল শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন  বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.