শিক্ষানবিশ চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। এর আগে সকাল ১০ টায় শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
গত শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করেছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ বিভাগীয় কমিশনার, সেনাবাহিনীর উর্ধ্বতনরা বৈঠকে করেন।
আন্দোলনরত শিক্ষানবিশ চিকিৎসকরা জানান, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিক্ষার্থী ও শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন। এ ছাড়াও তিনি দুর্নীতি ও অনিয়মে জড়িত। হাসপাতালের সব টেন্ডার নিয়ন্ত্রণ, টাকা লুটপাট, সৎ যোগ্য কর্মকর্তা-কর্মচারিদের নানানভাবে হয়রানি করেছেন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসকরা আরো বলেন, এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এক নারী চিকিৎসককে লাঞ্ছিত ও হামলার ঘটনায় তিনি কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।