নীলফামারীতে শিয়ালের কামড়ে ছয়টি গ্রামের শিশু-গৃহবধূসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮), বেলাল হোসেন (৫০), শিশু রিফাত হোসেন (৫) ও রিশা মনি (৮)। আহতদের বাড়ি ওই এলাকার মেম্বারপাড়া, কৈপাড়া, বাহারপাড়া, সরকারপাড়া, হাজীপাড়া ও গুচ্ছগ্রামে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে একদল শিয়াল এ এলাকার রাস্তায় চলাচলকারী মানুষজনকে এবং বাড়িতে ঢুকে শিশু-গৃহবধূদের কামড় দিচ্ছে। শিয়ালের কামড়ে ছয়টি গ্রামের অন্তত ৫০ জন আহত হয়েছে। শেয়ালের আতঙ্কে মানুষজন লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছেন। ইতিমধ্যে গ্রামবাসীর লাঠির আঘাতে একটি শেয়াল মারা গেছে।
জাকিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জিন্নাত আলী জানান, ‘রাত ৮টার দিকে শিয়ালের কামড়ে আহত প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে শিশু, বৃদ্ধ ও গৃহবধূ রয়েছে। সবাইকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ বলেন, প্রত্যন্ত গ্রামে শিয়ালের কামড়ের ঘটনাটি ঘটেছে। ওই গ্রাম থেকে জেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটারের বেশি। আহতদের স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।