সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ১৯৮৮ সালে এস এস সি পাশ করা বন্ধুদের একটি সামাজিক সংগঠন যার মূল স্লোগান; "সারা বাংলা ৮৮, সুখে দুঃখে পাশাপাশি " । বিগত করোনা কালীন সময়ে আয়ারল্যান্ড প্রবাসী কাজী মোস্তাক আহমেদ (ইমন) -এর আপ্রাণ প্রচেষ্ঠায় দেশে ও বিদেশ সংগঠনটি শুভ সুচনা হয়।
সামাজিক দায়বদ্ধতা থেকে বন্ধু ও মানবতার কল্যানে সংগঠনটি প্রতিষ্টার পর থেকে এ পর্যন্ত অসংখ্য আর্থিক সহযোগিতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার মুক্তিযুদ্ধা মার্কেটেস্থ ফুড গার্ডেন রেস্টুরেন্টে লক্ষীপুরে ৫০ জন বন্যাত্ব অসহায় মানুষের পূনবাসনের জন্য জন প্রতি ৬,০০০/= টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের এডমিন ও চ্যারাইটি প্রধান জনাব আতিক উয়া খান, মডারেটর ও লক্ষীপুর জেলা প্যানেলের উপদেষ্টা জনাব এম এ ইউসুফ, উপদেষ্টা জনাব কৃষ্ণা চন্দ্র দাস জেলা কো-অর্ডিনেটর জনাব জাহাঙ্গীর হোসেন এবং প্যানেলের জয়েন্ট কো-অর্ডিনেটরা।
এভাবেই বন্ধু ও মানবতা সেবায় সদা জাগ্রত থেকে "সার বাংলা ৮৮, সুখে দুঃখে পাশাপাশি" থাকবে নিরন্তর।