লক্ষ্মীপুর সদরের শাকচরে হারুনুর রশিদ (৪৫) নামে এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এঘটনায় রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী। উপজেলার শাকচর ইউনিয়নের কাদিরার গোজা নামকস্থানে দোকানঘর দখলের এঘটনা ঘটে। ভুক্তভোগী হারুন বলছে, রাজনৈতিক প্রভাবে স্থানীয় মানিক তার জমি দখল করছে।
ভুক্তভোগী হারুন ও তার স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ও ২৫৭৭নং দলিলে ক্রয়সূত্রে জমির মালিকানা লাভ করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেয়। এসময় একই এলাকার অভিযুক্ত মনির হোসেন মানিক, হাবিবুর রহমান, রকি ও আলী হোসেনরা জোর করে তাঁর নির্মানাধীন দোকানঘর দখলের চেষ্টা করছে। আদালতে মামলা চলমান থাকার পরও অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবে দোকানঘর নির্মাণ ও জমি দখলের চেষ্টা করছে বলে জানান তারা।
এদিকে অভিযুক্ত মানিক জানায়, রাজনৈতিক প্রভাব নয় জমির মালিকানাসত্ত্ব অনুসারে পর্যাপ্ত কাগজ থাকায় তার দখলীয় জমিতে তিনি দোকানঘর নির্মাণ করছেন। এসময় হারুন তাকে বিভিন্নভাবে হয়রানি করছেও বলে জানান।
স্থানীয়রা বলছে, এ সংক্রান্ত ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
মাহমুদুর রহমান মনজু