× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জমিয়তে উলামা ইসলামের উদ্যোগে জনসচেতনতা মুলক গণ জমায়েত

মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জ প্রতিনিধি।

২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৬ পিএম

ছবিঃ মোহাম্মদ জাকির লস্কর

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ মুলৎপাটনের লক্ষ্যে জনসচেতনতা মুলক গণ জমায়েত আয়োজন করেন জমিয়তে উলামা ইসলাম আলেমগন। ২৯ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টা হতে মাগরিব পযন্ত এই সভা চলে। এতে সভাপতিত্বে করেন জামিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুছ আলী কাসেমী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সী। 

এছাড়াও শ্রীনগর উপজেলা হেফাজতে ইসলামের ও জমিয়তে উলামা ইসলাম এর ওলামাগন বক্তব্য দেন। আরোও বক্তব্য রাখেন বালাসুর নতুন বাজার কমিটির সভাপতি আবুল কালাম শিকদার, মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম এর আঞ্চলিক শাখা'র সভাপতি সাংবাদিক মো. জাকির লস্করসহ প্রমুখ।

উপস্থিত ছিলেন, রাড়িখাল ইউনিয়নের বালাসুর নতুন বাজারে বালাসুর বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুজ্জামান শাহীন এর উদ্যোগে এবং মুফতি হাফিজুর রহমান জিহাদি এর সঞ্চালনায় মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ মুলৎপাটনের লক্ষ্যে জনসচেতনতা মুলক গণ জমায়েত অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত বক্তারা মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাই সচেতন থাকার আহবান জানান এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.