"মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় , অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা , জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এছাড়া এসময় জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের সদস্যবৃন্দ এবং তরুণরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবীণের অভিজ্ঞতার আলোকে তারুণ্যের উদ্যমকে সঠিক পথে পরিচালনার মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সভ্যতার অগ্রযাত্রায়ও প্রবীণদের অবদান অনস্বীকার্য। প্রবীণ জনগোষ্ঠীর যথাযথ কল্যাণ নিশ্চিত, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে প্রবীণবান্ধব সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান বক্তৃতারা।