ঝালকাঠির কাঠালিয়ায় অযুফা আক্তার তামান্না (১২) নামে এক মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের আবদুল মালেক মুন্সির মেয়ে অযুফা আক্তার তামান্না ঘরে থাকা কীটনাশক (ট্যাবলেট) খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। কতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
তামান্না উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে লেখা-পড়া করতো। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ পনির হাওলাদার জানান, রাত ১টার দিকে খবর পেয়ে ওই বাড়ীতে যাই। নিহতের পরিবারকে শান্তনা এবং পুলিশকে খবর দেই।
উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান জানান, অযুফা মেধাবী ছাত্রী ছিলো। রবিবারও সে মাদ্রাসায় এসেছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীরা মর্মাহত।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।