× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল বন্ধ

শামীম হাসান সীমান্ত, আশুলিয়া (সাভার) প্রতিনিধি।

০১ অক্টোবর ২০২৪, ১৪:৩৮ পিএম

ছবিঃ শামীম হাসান সীমান্ত

সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ পরিষদের দাবিতে মহাসড়ক অবরোধ করে ২৪ ঘন্টা যাবত বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক বাইপাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা আরিচা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কার্যত স্থবিত হয়ে পড়েছে।

যানজট সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল, নবীনগর-চন্দ্রা, আব্দুল্লাহপুর-নবীনগ ও ঢাকা-আরিচা মহাসড়কের অন্তত ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে করেছে এ সড়ক মহাসড়ক ব্যবহারকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার।

পুলিশ জানায়, মালিকপক্ষ শ্রমিকদের সাথে এভাবে অঙ্গীকার ভঙ্গ করায় শ্রমিকরা পথে নেমেছেন। এটার দায়-কারখানা কর্তৃপক্ষের।

উদ্ভূত ও পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। 

শ্রমিকরা জানান, গত ২৮ আগস্ট এক নোটিশের মাধ্যমে বার্ডস গ্রুপ লে-অফ ঘোষণা দেওয়া হয়। নোটিশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে কারখানায় কাজ না থাকায় অব্যাহতভাবে আর্থিক লোকসানের মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা বন্ধের কথা জানানো হয়। 

ওই নোটিশে গ্রুপটির আরএনআর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্ট লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এঅ্যান্ডজেড লিমিটেডের সব শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করে শ্রমিকদের আগস্টের বেতন ১০ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ পরিশোধের ঘোষণা দেয়া হয়। চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য রোববার নতুন করে আরও তিন মাস সময় চেয়ে নোটিশ দিলে বিক্ষুব্ধ হন প্রতিষ্ঠানটিতে কর্মরত চার হাজারের অধিক শ্রমিক। 

সোমবার পাওনা আদায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ২৪ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। 

এদিকে শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ৭টি কারখানা বন্ধ রয়েছে। কাজ নেই মজুরিও নেই- ভিত্তিতে এসব কারখানার শ্রমিকরা কোন বেতন ভাতা পাবেন না। এ ছাড়াও সাধারণ ছুটি ঘোষণায় বন্ধ রয়েছে আরো  ৭টি তৈরি পোশাক কারখানা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.