নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১দফা দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে লালমনিরহাট সদর হাসপাতালে কর্মরত নার্সরা। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় লালমনিরহাট সদর হাসপাতালের সামনে অবস্থান করে হাসপাতালে কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অবস্থান করে।
কর্মবিরতি চলাকালীন জেলা সদর হাসপাতালের সামনে বক্তব্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের জন্য দাবি করেন বক্তারা।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ লালমনিরহাটের আয়োজনে এ কর্মবিরতীতে বক্তব্য উক্ত আহবায়ক কমিটির সদস্য মো: এছাহক আলী,আন্জুমান আরা,আমেনা বেগম,আছমা বেগম,মো: শাহানুর ,আকাশ, আফজাল, আইরিন আক্তার।