নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পূর্ব চৌষডাঙ্গা গ্রামের মুদী দোকানদার আব্দুস সালাম (৫০) কে কুপিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে (১ অক্টোবর) নিজ দোকানের সামনে হাঁসুয়ার কোপে তার মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
নিহত সালাম ওই গ্রামের ইয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা রাতেই হাঁসুয়া হাতে পালানোর সময় গোধড়া গ্রামের লোকজন সাহেব আলী (৩০) নামের অভিযুক্ত ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সাহেব আলী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান,পূর্ব শত্রুতার জেরে গাঁজা কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক পর্যায়ে সাহেব আলী প্রথমে আব্দুস সালামের দোকান পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে দোকান থেকে বের হলে গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেয় সাহেব আলী। এতে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ও মারা যায়। পরে গোধড়া সড়ক দিয়ে পালানোর সময় সাহেব আলীকে রক্তাক্ত হাঁসুয়া হাতে দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করে স্থানীয়রা। সেখানে সে আরেক জনকে কোপ দিয়ে আহত করে বলে জানা গেছে। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে সালামকে হত্যা হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আসামি থানায় আটক আছে, মামলার প্রস্তুতি চলছে।