× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালী

ভাঙ্গা হলো বনে গড়ে তোলা পাকা স্থাপনা ও অবৈধ করাতকল

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০২ অক্টোবর ২০২৪, ১৬:২২ পিএম

ছবিঃ হোবাইব সজীব

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বিটের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে বনের জায়গায় নির্মিতব্য পাকা ঘর গুঁড়িয়ে দিয়েছে নৌ বাহিনীর সমন্বয়ে বন বিভাগ। মঙ্গলবার ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। একই সময়  একটি  অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করা হয়। এসময় সমিলে অবৈধভাবে মজুদকৃত গর্জন গাছ জব্দকরে স্থানীয় ব্যবস্থাপনায় কেরনতলী বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়।

জানাগেছে, বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম বেলায়েত হোসেনের নির্দেশে, সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদও মহেশখালী রেঞ্জ  কর্মকর্তা এনামুল হকসহ বাংলাদেশ নৌ-বাহিনী কন্টিনজেন্ট মহেশখালী এবং অভিযান পরিচালনায় অংশনেন।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান, বনের জায়গায় দালান নির্মাণের তথ্য আসে। এ খবরে নৌ বাহিনীসহ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত ১টি পাকা দালান ভেঙে ফেলা হয়। একই সাথে একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।

তিনি আরোও বলেন, বনের জমির পরিমাণের বিপরীতে লোকবল কম। কিন্তু বনকে অবৈধভাবে ক্ষতবিক্ষত ও ভোগ করার লোকজন বেশি। সব দখলবাজ ও ক্ষমতাবানরা একীভূত হয়ে পাহাড় ও বন ধ্বংস করায় অনেক সময় অনেককিছু বনবিভাগের অগোচরে থাকে। কিন্তু যখনই কোনো পাহাড় কর্তন ও বনে পাকা দালান করার তথ্য আসে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, বন খেকোদের জন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করি। একে সরকারী জমি দখল করে যারা ঘর নির্মান করেছে সব উচ্ছেদ করা হবে পর্যাক্রমে। আর পাহাড়ের আশপাশের সব পেশার লোকজনের সহযোগিতা পেলেই আমরা সফলকাম হবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.