কুমিল্লার চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ মো. জীবন(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএনসি কুমিল্লার টিম। মঙ্গলবার (১লা অক্টোবর) চান্দিনা উপজেলা রাস্তা মোড় এলাকা হতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন শরিয়তপুর জেলার সখিপুর থানার চরপায়াতলী এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
এ বিষয়ে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডিএনসি কুমিল্লার সহকারী উপপরিদর্শক মোঃ মনির হোসেন বাদী হয়ে চান্দিনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।