× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে সীমানা পিলার নির্মান নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

মোঃ সাজিদ হুসাইন সাজ্জাত, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।

০২ অক্টোবর ২০২৪, ১৭:৪৯ পিএম

ছবিঃ হুসাইন সাজ্জাত

ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমিতে সীমানা পিলার নির্মান নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ ৬ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বাইপাস মোড়ের সরকারি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হল- ওই এলাকার ফারুক সিকদার (৬৮), তার ছেলে সোহাগ সিকদার (৪০), তার মেয়ে শিরিন আক্তার (৩৫) সোহাগের স্ত্রী ডলি আক্তার (৩৫) এবং অপর পক্ষের মাসুম বিল্লাহ (৬০) ও তার ছেলে রমজান (২৫)।

হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ সিকদার অভিযোগ করে জানান, বিরোধীয় জমিতে সীমানা পিলার নির্মান শুরু করলে ইউএনওর কাছে লিখিত দরখাস্ত দিলে ইউএনও তহশিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম বিল্লাহ, রমজান, রফিক, জাবেদ, আবিদ, অভিসহ ১০/১২ জন মিলে তাদের উপর হামলা চালিয়ে আহত করে এবং বসতঘর পিটিয়ে ও কুপিয়ে ক্ষতিগ্রস্থ করেছে।

হামলার অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহর ছেলে রাকিব জানায়, তাদের জমিতে তারা সীমানা প্রাচীর নির্মান শুরু করলে প্রতিপক্ষরা তাদের উপরে হামলা চালিয়ে মাসুম বিল্লাহ ও রমজানকে আহত করে। দীর্ঘ ১৫ বছর আ’লীগের ছত্রছাড়ায় তাদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছে বলেও দাবি করেন তিনি। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.