× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় বীরতারায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

মোঃ ফয়সাল হোসেন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।

০৪ অক্টোবর ২০২৪, ২০:৪৫ পিএম

ছবিঃ মোঃ ফয়সাল হোসেন।

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধারক নিতিশরানে কর্তৃক মহানবী (সা.) এর অবমাননা করা বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে বীরতারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
(০৪ অক্টোবর) শুক্রবার বাদ আসর নামাজের পর মজিদপুর দয়হাটা বাসস্ট্যান্ডে 
তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি ছয়গাঁও, দয়হাটা থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তাফাজ্জুল হক এর সভাপতিত্বে মুফতি ইব্রাহিম সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাইতুল আমান জামে মসজিদের খতিব গোলাম ইয়াছিন, মজিদপুর দয়হাটা বাইতুর রুম্মান মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ছয়গাঁও শাহী মসজিদের খতিব মুফতি মাওলানা আনিসুর রহমান। 
আরো উপস্থিত ছিলেন, বীরতারা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সবুর খান  সহ শত শত নেতাকর্মী। 
বিক্ষোভ সমাবেশে তাওহীদি জনতা ও বিপুল সংখ্যক নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মোনাজাত ও দোয়া করা হয়। 
বক্তারা বলেন, ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না। ভারতীয় দোসরদের নানান ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলেন পুরো বাসস্ট্যান্ড এলাকা।
বক্তারা আরো বলেন,বাংলার মানুষ ভারতে লংমার্চ করতে প্রস্তুত আছে। মুসলিমরা মহানবী (সা.) কে নিয়ে কোনো প্রকার অপমান সহ্য করবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.