ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারে চলতে শোকের মাতম। পীরগঞ্জ থানার ওসি মো. খায়রুল আনাম জানান, আজ রবিবার সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের পাঁচ বছর বয়সী কন্যা রাফিয়া ও সুমন ইসলামেরে তিন বছর বয়সী ছেলে সাফা। নিহত এই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় জানায়, সকালে দুই চাচাতো ভাই-বোন রাফিয়া ও সাফা খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা দুইজনই নিখোঁজ হন। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করেও পায়নি। এদিকে বাড়ির পাশের পুকুরে রাফিয়া ও সাফা মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা তাদের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রাসহ পরিবারের লোকজন মিলে পুকুর থেকে ঐ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঐ দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি খায়রুল আনাম।